১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০, ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

 

১) কেন হাই কমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!
২) সুদীর্ঘ ২২ বছর একাধারে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন আমরা কেন অনুভব করেছিলাম!

৩) এমপি/মন্ত্রী/সিনিয়র কোন নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!
৪) কেন দলের নাম ভাঙ্গিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি!
৫) কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিস্ব হতে গেলাম এবং সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম!
৬) কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!
৭) কেন দলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সদা তৎপর ছিলাম!
৮) কেন তদবির/তেলবাজি ঠিকমত করতে পারলাম না!
৯) কেন চিটারী, বাটপারী ও দূর্নীতি-অনিয়ম করে এবং দলীয় নেতা কর্মীদের শোষণ করে টাকা পয়সা বানিয়ে নিতে পারলাম না!
১০) কেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বার বার কাঁদাচ্ছি?

(উল্লেখ্য, চার দফা আমাকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। ১) ২০১৪ এর সংসদ নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী ক্যাঃ মুজিব কর্তৃক আমার নিশ্চিত বিজয় কেড়ে নিয়ে আ’লীগ নেতাকর্মী এবং সমর্থকসহ আমাকে হত্যা করেছে। ২) পরবর্তীতে আমাকে মনোনয়ন দানের আশ্বাসে ৯৫% জনসমর্থন থাকা সত্বেও ২০১৬ তে নিশ্চিত বিজয়ের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নিজেকে কোরবাণী দিয়েছি। ৩) কথা দিয়েও ২০১৮ তে আবারও মনোনয়ন বঞ্চিত করে আমাকে আরেক দফা হত্যা করা হয়েছে। ৪) এর পর সংরক্ষিত মহিলা আসনের নিশ্চয়তা দিলেও না দিয়ে আবারো আমাকে হত্যা করা হয়েছে। গৌরীপুর আসনে ত্যাগ, অবদান, গনসংযোগ, জনসমর্থন, মিডিয়া কভারেজ, দলের প্রচারণা ও গ্রহণযোগ্যতায় কারো চেয়ে এক বিন্দুও পিছিয়ে ছিলাম না আমি)।

—সম্ভবত: আমার নিজেরই সব ভুল/অপরাধ.. !
এজন্য আমার শাস্তি হওয়া উচিত।।

নাজনীন আলম
গৌরীপুর, ময়মনসিংহ

 

 

 

 

সূত্র ফেসবুক