১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে শেখ কামালের জন্মবার্ষিকীতে গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ
৫, আগস্ট, ২০২২, ৫:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

শামীম খান, গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার (৫ আগস্ট) জাতির পিতার জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল- শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মোসা: নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ প্রমুখ। #