চীফ রিপোর্টারঃ – ময়মনসিংহের গোরীপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে খাদ্যগুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ধান চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মোসা. নিকহাত আরা, থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রতি কেজি ৪২ টাকা দরে ৫৩৩০ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি দরে ১০৪৮ মেট্রিক টন ধান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা হবে।