১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
২০, মার্চ, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক বদরুল আলম সোহেলর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজর আলী প্রমুখ।