১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
২২, মার্চ, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

২০২০ সনের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে সম্বলিত মেধা তালিকায় ৫ম স্থান অর্জনকারী ইফতেখার আহমেদ লিয়নসহ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৩৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এছাড়া এদিন বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রপম রশিদ অপরূপ ও দেলোয়ার হোসেন।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, রওশন সারোয়ার সজির, গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান জনি, নাজিমুল ইসলাম শুভসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। #