১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারে ঈদ উপহার দিলেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।।
৫, এপ্রিল, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ)

ঈদ উপহার নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রাশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

বুধবার বিকালে পাচাশি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন করে ঘরপোড়া মানুষদের সার্বিক খোঁজ-খবর নেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এসময় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মানুষদের মানবেতর জীবনযাপন দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে
৪০ টি পরিবারের কাছে এক মাসের খাদ্য সামগ্রী ও
ঈদ উপহার প্রদান করেন।
মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ঘরপোড়া মানুষদের শান্তনা দেয়ার ভাষা নেই। তাদের যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সহসভাপতি সোহেল রানা খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ ফ্রেব্রæয়ারি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাজ্জাদুল হক নামে এক কৃষক নিহত হয়। ওই ঘটনার জেরে পাচাশি গ্রামে অর্ধশতাধিক ঘরে অগ্নিসংযোগ করা হয়।