১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা বিদেশি মদসহ পলাতক আসামী নাফিজ গ্রেপ্তার।।
১১, এপ্রিল, ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন- রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিদেশি মদসহ একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম নাফিজ মোহাম্মদ আলম। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬ বোতল বিদেশি মদ, ৩২টি কোলার ক্যান, ১টি ল্যাপটপ, ১টি আইফোন, ১টি মোটরসাইকেল, দুটি সিসা স্ট্যান্ট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (৯ এপ্রিল ২০২৩) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, নাফিজ ভাটারা থানার ২০২১ সালের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আরো জানায়, নাফিজ ভাটারা থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিদেশি মদের ব্যবসা করতো।

গ্রেপ্তারকৃত নাফিজের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় পূর্বের একাধিক মাদকসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর মামলা রয়েছে।

 

 

 

সুত্র, DMP news