১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ
১০, আগস্ট, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– রাজধানীর ১০০ ফিট রোডস্থ পাঁচখোলা এলাকা থেকে ইয়াবাসহসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান বুলবুল। এসময় তার হেফাজত থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার রাত ১১:৪০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার ১০০ ফিট রোডস্থ পাঁচখোলা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ মেহেদী হাসান বুলবুলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।