১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, সারা বাংলা ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার শুরু হবে – আইন উপদেষ্টা
১৩, মার্চ, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে।

আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার বৃহস্পতিবার সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হবে। বিচার শুরুর ৭ থেকে ৮ দিনের মধ্যে বিচার শেষ হওয়ার নজির আছে।

আইন উপদেষ্টা বলেন, রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি হবে। ধর্ষণ শিশু ধর্ষণ বলাৎকার এর মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে।