১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা বাংলাদেশ পরিবেশ বাঁচাও পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
১৩, ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ -

সাইফ জামান,হালুয়াঘাট প্রতিনিধিঃ  ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ পরিবেশ বাঁচাও পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ বাঁচাও পরিষদের সভাপতি সাইফ জামান এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, অত্র সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল আউয়াল, সহ সাধারন সম্পাদক দেওয়ার নাঈম, সাংগঠনিক সম্পাদক আনছারুল হক রাসেল, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য শাহাদত আলী প্রমূখ।
এ সময় পরিবেশের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের হাতে বাংলাদেশ পরিবেশ বাঁচাও পরিষদের কার্যনির্বাহী কমিটির কপি, লক্ষ্য ও উদ্দেশ্য কপি তুলে দেওয়া হয়।