১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা গৌরীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
২৫, ফেব্রুয়ারি, ২০২০, ৩:১৯ অপরাহ্ণ -

শামীম খান সহ সম্পাদকঃ

গৌরীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার রামগোপাপুর বাসস্ট্যান্ডে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রহমান খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার যাত্রী এ উপজেলার তেরশিরা গ্রামে।

স্হানীয় রিপন মিয়া ও মামুন জানান,ময়মনসিংহ থেকে আসা ট্রাকটি রামগোপালপুর বাসস্ট্যান্ডে রাস্তার পিচের উপর পিচ্ছিল মাটি থাকায় ব্রেকফেল করে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রহমান খান মারা যান এবং অটোরিকশা চালকসহ অন্য যাত্রীরা আহত হন।
গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় অানা হয়েছে