মাসুদ রানাঃ
ময়মনসিংহের ফুলপুরে একই পরিবারের চার কন্যা নিখোজের ঘটনায় ময়মনসিংহ পুলিশ নদেচড়ে বসেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবী করছে অতি সত্বর নিখোঁজ যুবতিদের উদ্ধার করা সম্ভব হবে। এ জন্য পুলিশের পক্ষ থেকে প্রযুক্তি ব্যবহারসহ সকল ধরণের চেষ্ঠা অব্যাহত রেখেছে।
পুলিশ ফুলপুর থানার পৃথক জিডি সুত্রে জানা গেছে, ফুলপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষথী পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের মেয়ে আফসানা খাতুন (২১), তার বোন বাট্টা কওমী মাদ্রাসার ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), তাদের চাচা তাজুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (১৯) এবং অপর চাচা নিজামমুদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত ইশাত (২০) গত ২২ শে ফেব্র“য়ারী সকাল আনুমানিক সাড়ে নয়টায় কলেজে কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে এ চার চাচাতো বোন আর বাড়ি ফিরে না এলে তাদের মা-বাবা ও পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সখল জায়গায় খোঁজ নেন। এই চার বোনের সন্ধান কোথাও না পেয়ে গত ২৪ ফেব্র“য়ারি সোমবার আফসানা ও সুমাইয়ার পিতা মিজানুর রহমান ফুলপুর থানায় জিডি নং ৯৬১ দায়ের করেন। অপরদিকে মিফতাহুল জান্নাত ইশাতের পিতা নিজামুদ্দিন পৃথক আরেকটি জিডি নং ৯৬০ দায়ের করেন।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী একই পরিবারের চার কন্যা নিখোঁজের খবরটি তাৎক্ষণিক পুলিশ সুপার আহমার উজ্জামানকে অবহিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফুলপুরে একই পরিবারের ৪ কন্যা নিখোঁজের খবরে পুলিশ সুপার মোহাঃ অহমার উজ্জামানের নির্দেশে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, ফুলপুর সার্কেলের সিনিয়র এএসপি দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ, ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করেন।
নিখোজদের পরিবারের এক সদস্য এবং মিফতাহুল জান্নাত ইশাতের ছোট ভাই পিয়াসের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে হালুয়াঘাট- ময়মনসিংহ রোডের সরচাপুর বাস স্টেশনে এ চারজন কন্যাকে মাহেন্দ্র গাড়িতে চড়তে দেখেছেন। এর পর তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ এবং ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অত্যন্ত সতর্ককতার সাথে নিখোজ চারজনসহ তাদের পরিবারের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। তারা কিভাবে, কাদের সাথে কোথায় গেছেন এবং বর্তমানে কোথায় রয়েছেন তা জানার চেষ্ঠা চলছে। ইতিমধেই জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম প্রকাশ করেননি। নিখোজের কারণ সম্পর্কে পুলিশ জানায়, তাদেরকে উদ্ধার না করা পর্যন্ত কোন কিছু বলা সম্ভব নয়। ডিবি ও ফুলপুর থানা পুলিশ নিখোজদের উদ্ধারে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যেই নিখোজদের উদ্ধার করা সম্ভব হবে বলে পুলিশের এই দুই কর্মকর্তা দাবী করেছেন।