১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা ময়মনসিংহে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার
১০, মার্চ, ২০২০, ৪:৪০ অপরাহ্ণ -

মোঃ মাসুদ রানা।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুজন এবং মুক্তাগাছায় একজনসহ তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ও গত রবিবার পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- আমিরুল ইসলাম, চাঁন মিয়া ও উজ্জ্বল মিয়া ।

পুলিশ জানায়, জেলার ফুলবাড়ীয়ায় অভিযান পরিচালনা করে দুই বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিরুল ইসলাম এবং চাঁন মিয়াকে গ্রেপ্তার করে সোমবার ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়। ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে মুক্তাগাছা উপজেলার কলাদিয়া গ্রামের উজ্জ্বল মিয়া পারিবারিক আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয় ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।