১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা মুক্তাগাছা সাব-রেজিস্টার মোজাম্মেল হক তালুকদার এর প্রশংসনীয় উদ্যোগ
২২, মার্চ, ২০২০, ৫:৫৪ অপরাহ্ণ -

এনামুল হক মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছা সাব-রেজিস্টার জনাব মোজাম্মেল হক তালুকদার করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মূলক মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন সকল দলিল লেখক, সাব রেজিস্টারের অফিস ষ্টাফ সহ সাব রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা সকল সাধারণ মানুষ । সাধারণ জনগণের হাত ধোয়ার জন্য, লেখাব্ একটি প্লেকার্ড টানিয়ে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে রেখেছেন, সাবান ও হাত ধোয়ার বেসিন। দলিল বা জমি সংক্রান্ত সেবা নিতে আসা ব্যক্তিবর্গ প্রথমে হাত মুখ ধৌত করে তারপর তারা প্রয়োজনীয় কাজকর্ম করছেন। সেবা নিতে আসা এসব সাধারণ মানুষ সাব-রেজিস্টার মোজাম্মেল হক তালুকদারের করোনা ভাইরাস সচেতনতায় এমন মহৎ উদ্যোগে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর কাদের এবং দলিল লেখক শহিদুল ইসলাম তারা বলেন বতর্মান সাব-রেজিস্টার যে জনবান্ধব এটাই তাঁর বাস্তব উদাহরণ আমরা সব সময় স্যারের মঙ্গল কামনা করি। এবিষয়ে সাব-রেজিস্টার মোজাম্মেল হক তালুকদার এই প্রতিনিধিকে বলেন, করোনা প্রতিরোধে নিজেদের সচেতন হওয়াটাই প্রধান কাজ। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেবা নিতে আসা গ্রামের সহজ সরল সাধারণ মানুষ এখানে হাত ধুয়ে শিক্ষা নিবেন এবং তারা নিজ নিজ বাড়িতেও এই উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।