১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুমন করোনা আক্রান্ত হয়ে মারা যাননি
১০, এপ্রিল, ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ -

শামিম খান বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের সুমন আকন্দ করোনায় মারা যাননি। তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে করোনা পরীক্ষার এই ফলাফল জানানো হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার।
জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১টার দিকে নিজ বাড়ি প্রাঙ্গণে মারা যান উপজেলার নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে সুমন আকন্দ (৩০)। তিনি বেশ কিছুদিন ধরে জন্ডিস রোগে ভুগছিলেন।
মারা যাওয়ার পর এলাকাসহ গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে সুমন আকন্দ করোনায় মারা গেছেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধমে ঢাকায় প্রেরণ করেন।
এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে।
এছাড়া তার মৃত্যুর ঘটনায় পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিককেও লকডাউন করা হয়।
সুমন আকন্দ একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন