রমজানের প্রথম দিনেই পন্যের বাজার মূল্য আগুন দাম বেড়েছে কয়েক গুন।
বন্দরনগরী বেনাপোলে বাজার মূল্য নিয়ন্ত্রণের বাইরে। রমজান শুরুতেই নিত্য প্রয়োজনীয় প্রতিটি পন্যের মূল্য।
অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কিছু পন্য সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে
চলে গেছে। সরকারের নির্দেশ অমান্য করে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য ইচ্ছে মতো দাম বৃদ্ধি করে পন্য বিক্রি করছে। যা গত কয়েক দিনের বাজার মূল্যের দুই থেকে তিন গুন।
গত কয়েক দিনে বেগুনের মূল্য ছিলো প্রতি কেজি ২০ টাকা আজ তার দাম ৮০ টাকা। এমনি ভাবে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।
১০থেকে ২০ টাকার শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি । আদার দাম ছিল ২৫০ টাকা যা আজ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি।
বাজার ঘুরে দেখা যায় মাছ মাংস সহ চাল ডাল চিনি ছোলা ও অন্যান্য প্রতিটি ভোগ্য পন্যের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
বিভিন্ন ফল ও খেজুর চড়াও মূল্যে বিক্রি
হচ্ছে।
সাধারণ মানুষের বক্তব্য বাজার মনিটরিং ব্যবস্থা না থাকাই বাজার মূল্য নিয়ন্ত্রণে নেই।
অন্যান্য বছরের ন্যায় এক শ্রেণীর মুনাফা লোভী অসৎ ব্যবসায়ীর কারসাজিতে বাজার মূল্যের এ অবস্থা বলে ভূক্তভোগীরা জানান।
তারা জরুরী ভাবে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য বলেন।
তা নাহলে লাগামহীন পন্যমূল্য মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাবে ।