১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত ।
২৬, এপ্রিল, ২০২০, ১০:৩৮ অপরাহ্ণ - প্রতিনিধি:
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলাঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের সংলগ্ন ঠুমনিয়া (চিমঠুপাড়া) গ্রামের তজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম(২৭) নামে  করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা.  মাহফুজার রহমান সরকার।
 ২৬ এপ্রিল রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তিনি। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন জানান, আগের প্রেরিত নমুনায় ২৬ এপ্রিল রবিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় ৮ জন রোগী সনাক্ত হলো। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর গেল ২৪ ঘন্টায় আরও ২৮ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে  তা পাঠিয়ে দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা.  মাহফুজার রহমান সরকার বলেন, ‘‘আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। ২৬ এপ্রিল  রবিবার নতুন করে ১ জন রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইইডিসিআর।’’

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।