১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি, স্বাস্থ্য ময়মনসিংহে জেলা ও মমহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা ভাইরাসজনিত রোগী বহনে ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্ধোধন।।
২৮, এপ্রিল, ২০২০, ৮:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অদ্য ২৮-০৪-২০২০ মঙ্গলবার করোনা ভাইরাসজনিত রোগীদের বহনের জন্য পাঁচটি ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ

ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও ময়মনসিংহের সিটি কর্পোরেশনের জননন্দিত মো: ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখর হোসেন খোকন,যুগ্ম-আহবায়ক আব্দুল আওযাল মিন্টু ও শেখ মাসুম। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, আলমগীর, তুহিন,

মাকসুদ খান,মোহাম্মদ নাঈমুল হাসান ও হামজা প্রমুখ।