সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী ডাউকেরগুলের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিনের ব্যাক্তিগত উদ্যেগে এবারের ঈদুল ফিতরে কাপড়ের পরিবর্তে নতুন করে আরো ৫’শত অসহায় খেটে খাওয়া পরিবারের মাঝে চাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পুরো রমজান মাস জুড়ে নতুন তালিকার অন্তর্ভুক্ত অসহায় এ পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হবে। জানা যায় প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিনের নিজ অর্থায়নে এলাকার হাজারো দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করতেন। কিন্তু এবার মহামারী এই দুর্যোগে কাপড়ের চেয়ে মানুষের খাদ্যের চাহিদা বেশী হওয়ায় নাজিম উদ্দিন ও তার পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারা নতুন করে আরো ৫’শ পরিবারের তালিকা করে খাদ্য সামগ্রী ইতিমধ্যে বিতরণ শুরু করেছেন। এর পূর্বে নাজিম উদ্দিন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র প্রায় ১২ শত অসহায় পরিবারের মাঝে মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেছেন। জানা যায় মরনব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ হতে মানুষকে নিরাপদে রাখতে সরকার যখন সারা দেশে লকডাউনের ঘোষণা করেছিল তখন কিন্তু দুর্গম পাহাড়ী এ এলাকার মানুষ চরম দূর্ভোগে পড়ে যায়। তাদের এ দুর্ভোগের কথা চিন্তা করে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন সামাজিক দূরত্ব বজায় রাখে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেন। শুরুতেই তিনি ১২’শ অসহায় পরিবারের তালিকা করেন এবং গত ২৮ এপ্রিল ডাউকেরগুল মাদ্রাসা মাঠে জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশের মাধ্যমে তার এসব ত্রান বিতরণের শুভ উদ্বোধন করেন। এর পর ডাউকেরগুল লোহাজুরী সহ ইউনিয়নের বিভিন্ন প্রান্তে সমাজের অসহায় মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিভিন্ন ধাপে তিনি তুলে দেন। সর্ব শেষ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি নতুন করে আরো ৫’শত পরিবারের তালিকা করে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন। পুরো রমজান মাস জুড়ে তার এসব খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ ব্যাপারে নাজিম উদ্দিন জানান তার ব্যাক্তিগত উদ্যেগে ১২’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে নতুন করে আরো ৫’শ পরিবারের হাতে তিনি খাদ্য সামগ্রী তুলে দিতে শুরু করেছেন। এ ছাড়াও তিনি জানান লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ব্যাতিত উপজেলার কয়েকটি স্থানে তিনি গোপনে ও প্রকাশ্যে অসহায়দের মাঝে এসব ত্রান সামগ্রী পাঠিয়েছেন। তবে এসব ত্রান বিতরণে সব চেয়ে বেশী উৎসাহ প্রদান করেছেন নাজিম উদ্দিনের রাজনীতির অভিভাবক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। প্রধানমন্ত্রীর নির্দেশ ও নাসির উদ্দিন খাঁনের উৎসাহ উদ্দীপনায় তিনি এত মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দিতে পেরেছেন বলে জানিয়েছেন। এবং যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততোদিন-ই দেশ এবং জাতির কল্যানে তিনি কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন।