১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে ওসি’র মাইকিং আগামীকাল থেকে কঠোর অবস্থানে প্রশাসন
১৬, মে, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে ১৬ই মে (শনিবার) হাটবার থাকায়
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ করোনা ভাইরাস (কোভিড-
১৯) সংক্রমণ ঠেকাতে মাইকিং এর মাধ্যমে জনসচেতন করছেন।
এদিন বিকেল ৪টায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ
বোরহান উদ্দিন খানের নেতৃত্বে গৌরীপুর থানার এসআই মোঃ
নজরুল ইসলাম, এসআই উজ্জল মিয়া, এসআই মাইনুল রেজা,
এএসআই এমদাদ, এএসআই কামরুল হাসান, এএসআই
আক্তারুজ্জামান সুমনসহ একদল পুলিশ গৌরীপুর বাজারে টহল দিলে
পুরো বাজার খালি হয়ে যায়। এসময় ওসি মোঃ বোরহান উদ্দিন খান
মাইকে বলেন, ‘মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঔষধের
দোকান ব্যতিত অন্য কোন দোকান বিকাল ৪টার পর খোলা রাখা
যাবে না, সরকারি নির্দেশ অমান্য করলে আগামীকাল থেকে কঠোর
অবস্থানে যাবে পুলিশ প্রশাসন।’ তিনি আরো বলেন, ‘আপনারা
সামাজিক দূরত্ব বজায় রাখলে, করোনাকে সহজেই প্রতিরোধ করা
যাবে।’#