১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা শার্শায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্য।
১১, জুন, ২০২০, ৩:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

যশোরের শার্শার হরিচন্দ্রপুরে করোনা আক্রান্ত হয়ে ইয়াকুব আলী (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি উপজেলার গোগা ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে। পেশায় তিনি চাষি ছিলেন।বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলাতে এ প্রথম করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলেন।
শার্শার গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ইয়াকুব আলী হৃদরোগে আক্রান্ত হয়ে একসপ্তাহ আগে চিকিৎসার জন্য ঢাকায় যান। এ সময় সেখানে চিকিৎসক তার শরীরে করোনার উপসর্গ দেখে পরীক্ষা করাতে বলেন। এতে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তিনি বাড়িতে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুপ আলী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। পরে ইসলামী ফাউন্ডেশন নামে একটি সংস্থার সহযোগিতায় সরকারি নিয়ম মেনে তার দাফন করা হবে।
জানা গেছে, যশোরের শার্শা উপজেলাতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন। এই প্রথম আক্রান্ত একজন মারা গেলেন।