১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু অবদান রেখেছেন কামাল লোহানী।। রওশন এরশাদ।।
২০, জুন, ২০২০, ৪:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, খ্যতিমান সাংবাদিক, ভাষাসৈনিক কামাল লোহানীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

কামাল লোহানী (৮৬) আজ সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ( আইসিইউ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যবরণ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২০শে জুন শনিবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত
এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানীর রয়েছে এদেশের ঐতিহাসিক সকল ঘটনার সাথে যুক্ততা।
ভাষা আন্দোলনসহ মহান মু্ক্তিযুদ্ধে কামাল লোহানী অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং সাংবাদিকদের অধিকার আদায় ও দক্ষতা উন্নয়েন তিনি আমৃত্যু একনিষ্ঠ অবদান রেখেছেন।একুশে পদকপ্রাপ্ত এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল – যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।