১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অর্থনীতি করোনা চিকিৎসায় আইসিইউ , বেড-অক্সিজেন সিলিন্ডার দিলেন অর্থমন্ত্রী
২১, জুন, ২০২০, ৩:১১ অপরাহ্ণ - প্রতিনিধি:

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামালের উদ্যোগে পাঁচটি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এছাড়াও জরুরি অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ভেন্টিলেটর এবং মনিটর দেওয়া হয়।

রোববার (২১ জুন) বেলা ১১টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদুল ইসলামের কাছে অর্থমন্ত্রীর প্রতিনিধি দল এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন।

এ সময় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপির উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

এ বিষয়ে কুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদুল ইসলাম গণমাধ্যামকে জানান, করোনার এ দুর্যোগ মুহূর্তে আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটর দেওয়ার বিষয়টি অত্যন্ত মানবিক। এতে কুমিল্লাবাসী আরও উপকৃত হলো।