১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ সিটিতে স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকরা কাজ করায় ভবন মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমাণা
২২, জুন, ২০২০, ৫:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনার মহামারিকালে ময়মনসিংহ সিটিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনে শ্রমিকরা নির্মাণাধীণ বহুতল ভবনে কাজ করায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব উল আহসান আদালত পরিচালনা করে এই জরিমাণা করেন। নগরীর গোলাপজান রোডের একটি বাসায় সোমবার দুপুরে এই জরিমাণা করেন। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।