১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
২৭, জুন, ২০২০, ১:৩৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যাপ্টেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অপর গাড়ির চালক লিটন মিয়া (৩০) ।

শনিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের বাড়ি শেরপুর জেলায়। আহত চালকের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি পাথরবোঝাই ট্রাক ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে ময়মনসিংহ আসছিলো। শনিবার সকালে ট্রাকটি মহাসড়কের রামগোপালপুর এলাকায় আসতেই
বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী চিড়াবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক গুরুতর হয়ে ভেতরে আটকা পরে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে এসে চালকদের উদ্ধার করে ঈশ্বর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক চিড়ার গাড়ির চালক ক্যাপ্টেন মিয়াকে মৃত ঘোষণা করে। এবং আহত চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত চালক ক্যাপ্টেনের বাড়ি শেরপুর জেলায়। তার পরিবারের ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ট্রাক গুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।