১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর সাবেক মেম্বার নুরুল ইসলামের ইন্তেকাল
১, জুলাই, ২০২০, ২:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সদস্য কামাল হোসেনের বাবা নুরুল ইসলাম মেম্বার (৮২) ইন্তেকাল করেছেন।

বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ৩টায় শাহবাজপুর গ্রামে মরহুমের জানাযা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, নুরুল ইসলামের বাড়ি উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। তিনি ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। সামাজিক ও স্বজ্জন ব্যক্তি হিসাবে এলাকায় তার বেশ সুনাম ছিল