মোহনগঞ্জ থানার বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর দিক নিদের্শনায় অফিসার ইনচার্জ আবদুল আহাদ খানের তত্বাবধানে এসআই মো: মমতাজ উদ্দিন, এএসআই মো: মোখলেছুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই মো: ইয়াকুব আলী সংগীয় অফিসার ফোর্সসহ বিরামপুর এলাকা থেকে আসামী মো: সোহেল মিয়া(৩৯) কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধৃত করা হয়। এসআই মো: আব্দুল্লাহ আল মোমেন, এএসআই মো: মোখলেছুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই মো: ইয়াকুব আলী সংগীয় অফিসার ফোর্সসহ মোহনগঞ্জ পৌরসভাধীন খলিফাপট্টি সাকিনস্থ রাংতা বিবির মাজারের উত্তর পাশে জনৈক আলী পাঠান এর ভাড়াটিয়া আসামী মো: সেলিম শেখ (৪৫)কে গ্রেফতার করা হয়। মোঃ সেলিম মিয়া অনেক দিন যাবৎ পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে গাঁজা চাষ করে আসছে। তার বর্তমান ঠিকানা হাট মোহানগঞ্জের বাসার পিছনে ফাঁকা জায়গায় থেকে ছোট বড় তিন (৩)টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তাছাড়া এসআই মো: মাজহারুল ইসলাম, এএসআই আবু তাহের, এএসআই এমরুল রশিদ, এএসআই ইয়াকুব আলী সংগীয় ফোর্সসহ মোহনগঞ্জ থানাধীন আখৈলখলা এলাকা হইতে ০৩ (তিন) জন জুয়াড়ী কে গ্রেফতার করে। একজনকে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। এই বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বন করছে বাংলাদেশ পুলিশ। মোহনগঞ্জে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পরবর্তীতে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।