বৃহস্পতিবার (০২জুলাই) gsb24tv.com নামে একটি অনলাইন প্রকাশনায় পূর্বধলায় ১মহিলাকে এস আই হুমায়ুন কবির কর্তৃক মারধর করার দায়ে পুলিশ সুপার বরাবর অভিযোগ! শিরোনামে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন।
তিনি তার প্রতিবাদ লিপিতে জানান, একটি স্বার্থান্বেষী মহল তাকে হেয় প্রতিপন্ন ও তার সুনাম ক্ষুন্ন করার জন্য তাকে জড়িয়ে ওই মিথ্যা সংবাদটি প্রকাশ করিয়েছে। প্রকৃত পক্ষে উপজেলার আগিয়া ইউনিয়নের হেছুয়ালেঞ্জি গ্রামের জনৈক ভিকারীনি শহর বানু একই গ্রামের জালাল মিয়ার বিরুদ্ধে তার ঘর-বাড়ি বে-দখলের অভিযোগ এনে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওসির নির্দেশে কবির হোসেন ইমারজেন্সী অফিসার হিসেবে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছলে বিবাদী জালাল মিয়ার মা কোকিলা বেগম উপস্থিত পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ মোস্তফার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন ও রূড় আচরণ করতে থাকেন। এক পর্যায়ে কোকিলা বেগম পুলিশের গায়ে পড়ে তাকে আটক করে নিয়ে যাওয়ার জন্য হল্লা-চিল্লা করতে থাকলে এস আই কবির হোসেন তাকে শান্ত করার চেষ্ঠা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগীতায় পরিস্থিতি শান্ত হলে তিনি ফোর্সসহ থানায় ফিরে আসেন। এরই মাঝে কোকিলা বেগম কতিপয় কুচক্রি ও স্বার্থান্বেষী মহলের যোগসাজসে তার বিরদ্ধে অনলাইন নিউজ পোর্টালে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যা তার কর্মজীবনের সুনাম ক্ষুন্নই নয় বরং যতেষ্ঠ মানহানীকর হয়েছে। তাই তিনি উক্ত ভিত্তিহীন অভিযোগ ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।