১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা সিআইডির অভিযানে গাজীপুরে ২টি চোরাই মোটারসাইকেল সহ ৩ জন চোর গ্রেফতার।
৮, জুলাই, ২০২০, ১২:২৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

সিআইডি গাজিপুর টীম গত ০৬ জুলাই সোমবার অনুমান ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদর (জিএমপি) গাজীপুর থানাধীন মলি পেট্রোল পাম্পের পাশে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে কতিপয় মোটরসাইকেল চোর, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন অফিসারকে অবিহিত করিয়া একই তারিখ রাত্র অনুমান ২১.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছাইয়া, আসামি ১| শাহরিয়ার @ শিপন (২৩), ২| মেহেদী হাসান (২২) দ্বয়কে ২টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। শাহরিয়ার @ শিপনের নিকট হতে R1-5 মোটরসাইকেল মুল্য অনুমান ২ লক্ষ টাকা এবং মেহেদী হাসান এর নিকট হতে চোরাই ১টি পালসার মোটরসাইকেল মুল্য অনুমান ১(এক) লক্ষ টাকা উদ্ধার করেন। পরে তাদের স্বীকারউক্তি মোতাবেক মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হোতা ৩| মোঃ নুরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেন।

 

 

সুত্র, cid Facebook page