“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে
রেখে বিট পুলিশিং কার্যক্রমের এক সমাবেশ বুধবার (৮জুলাই) গৌরীপুর
রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়। গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত
গৌরীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বিট পুলিশিং কার্যক্রমের সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ
সুপার (অপরাধ) জয়িতা শিল্পী। সমাবেশে করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা,
স্বাস্থ্যবিধি মেনে চলা, কোরবানীর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয় করাসহ
বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ
বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও প্রদীপ বাগচী’র সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র
দেওয়ান মাসুদুর রহমান সুজন, কাউন্সিলার দিলুয়ারা আক্তার, গৌরীপুর
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও সহ সভাপতি আলী
হায়দার রবিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, কোষাধ্যক্ষ শামীম
খান, আওয়ামী লীগ নেতা রঞ্জিত ঘোষ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ
সম্পাদক নাজমুল হক কাসেম ও সাবেক আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা
হিন্দু-বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল, ২নং
গৌরীপুর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান
যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বাগছি, ময়মনসিংহ জেলা
শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক তপন সাহা, সাংবাদিক বেগ ফারুক
আহাম্মদ, আনোয়ার হোসেন শাহীন, ফারুক আহাম্মেদ, আরিফ
আহাম্মেদ, মোহাম্মদ আলী, মো. দেলোয়ার হোসেন, মো. এনায়েত প্রমুখ।
সমাবেশে গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মো. বোরহানউদ্দিনের পক্ষে
মাস্ক বিতরণ করা হয়। ##