১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সিলেট লোভা কোয়ারীর পাথর শ্রমিক সমবায় সমিতি লিমিটেড’র আলোচনা সভা অনুষ্ঠিত।
২০, জুলাই, ২০২০, ৫:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলার লোভা কোয়ারী পাথর শ্রমিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গত ১৯ জুলাই রবিবার বাদ সন্ধ্যা কান্দলা নয়াবাজারে পাথর শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অস্থায়ী কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন, ইসলাম উদ্দিন, আব্দুর রহিম, সাব্বির আহমদ, আব্দুল কুদ্দুস, সাদ্দাম হোসেন, মঞ্জুর হোসেন, হোসেন আহমদ প্রমুখ।
সমিতির নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পুর্ব ইউনিয়নের মুলাগুল এলাকায় লোভাছড়া পাথর কোয়ারী নামক একটি কোয়ারি থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দরিদ্র খেটে খাওয়া শ্রমিকরা এসে অত্যান্ত আনন্দমুখর পরিবেশে পরিশ্রম করে তার পরিবারের জীবিকা নির্বাহ করে তাকে এতে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পরিবারগুলোও অনেক উপকৃত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সময়ে অসময়ে বন্ধ করে দেওয়া হয় তাদের কাজ, যার কারণে পথে বসতে হয় হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার, এতে অনেক অসুবিধায় পড়তে হয় সেই অবহেলিত শ্রমিকদের। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করে শ্রমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, হাজার হাজার শ্রমিকদের পরিবারের বিষয় বিবেচনা করে এই শ্রমিকদের কর্মসংস্থানের স্থান এই লোভাছড়া পাথর কোয়ারী টিকে উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।

   সিলেট এর জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

৫ইজুন কানাইঘাটে বড় ধরনের চমক দেখাতে পারেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ,কে, এম সামছুজ্জামান বাহার।