১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর সাব-রেজিস্ট্রী অফিসে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন।
৩০, জুলাই, ২০২০, ১:৫২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিষ্ট্রী অফিসের আঙ্গিনায় মজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশবাপি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে গৌরীপুর ২৮ ( জুলাই) ২০২০ ইং তারিখে সাবরেজিস্টার শেখ নাছিমুল আরিফ নিজ হাতে অফিসের আঙ্গিনায় একটি নিম গাছ ও আম গাছ রোপন করেন সবাকে উৎসাহিত করেন । এসময় উপস্থিত ছিলেন উক্ত অফিসের দলিল লেখক সমিতির সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এসময় সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন আমাদের দেশটাকে সবুজ ও সমৃদ্ধি করার লক্ষ্যে প্রত্যেকেই বাড়ির পার্শ্বে বা খোলা জায়গায় আপনারা গাছ লাগান। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাকারী। ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে গাছলাগানোর বিকল্প নেই।