বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী শোকাবহ অাগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অালোক শিখা প্রজ্বলন কর্মসূচী পালন করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
পহেলা অাগস্ট প্রথম প্রহরে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের নেতৃত্বে একশতটি মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন বলেন, ১৯৭৫ এর ১৫ই অাগস্টে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির জনকের খুনিদের বিচার হলেও অনেকেই বিদেশে আত্মগোপন রয়েছে। এ সমস্ত পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ছাত্রলীগ নেতা তারিন।