১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা একজন খাঁটি বঙ্গবন্ধু প্রেমিক স্থল বন্দরের এনামুল হক মোল্লা।
১৬, আগস্ট, ২০২০, ৫:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): বেনাপোল স্থল বন্দরের ট্রাফিক পরিদর্শক এনামূল হক মোল্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকীতে কাঙ্গালী ভোজের আয়োজন করেন। তিনি এই জনপদের নাগরিক না হয়ে ও এবং তিনি একজন সরকারী চাকুরী জীবি হয়ে ও বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালবাসা দেখিয়ে স্থল বন্দর এর আবাসিক এলাকায় গরু খাসি দিয়ে হিন্দু মুসলমানদের বিরিয়ানী খাওয়াইয়া বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোল্যার ছেলে এনামূল হক মোল্যা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়ত বাংলাদেশ হতো না। বাংলাদেশ এর জন্ম হয়েছে বঙ্গবন্ধুর জন্য। এদেশের মানুষকে একমাত্র তিনিই একতা বন্ধ হয়ে মুক্তি আন্দোলন করেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিবছর কাঙ্গালী ভোজের আয়োজন করি। তিনি এরশাদ জিয়া সম্পর্কে বলেন, এরা ছিল শ্বৈরাচার। তারা জাতির জনকের খুনী। জোর করে ক্ষমতা দখল এবং ক্যান্টনমেন্টের মধ্যে তাদের দলের জন্ম । এরা স্বার্থের জন্য রাজনীতি করেছে। এরা দেশকে ভালবাসে না। এরা পাকিস্তানের দালাল। আর বঙ্গবন্ধু ছিলেন একজন খাটি দেশ প্রেমীক। তাই তার প্রতি সকলের শ্রদ্ধা নিবেদন করা উচিৎ।