যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় পার্টির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, খাদ্য বিতরন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ১৫ আগস্টে কেবল একজন রাষ্ট্রনায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি বরং ধূলিসাৎ করার চেষ্টা হয়েছে সদ্য স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকেও।
তিনি আরো বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তার ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তারই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব। এদিনে বিরোধীদলীয় নেতা শোকাহত চিত্তে গভীর শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি। পরম করুনাময় আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ।
এ উপলে ১৫ আগস্ট সকালে সুন্দর মহলস্থ জাতীয় পার্টির কার্য্যালয়ে জাতীয় পতাকা অর্ধ নিমিত ও কালোপতাকা উত্তোলন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ ও সঞ্চালনা করেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম।
এ সময় বক্তব্য রাখেন জেলা জাপার সহ সভাপতি সিনিঃ এডভোকেট সোহরাব উদ্দিন খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা জাপার অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, জেলা জাপার সহ সাধারন সম্পাদক শফিকুল আলম তপন, সদর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিশ আলী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, মহানগর যুব সংহতির আহবায়ক হাজী হারুন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক শাহজাহান, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল, জেলা জাপার নেতা মমিন রুবেল, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া জেলা জাতীয় তরুন পার্টির সভাপতি কাওসার আহম্মদ, পল্লীবন্ধু পরিষদের সভাপতি রুবেল আলী সহ আরও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মহানগর ও সদর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ দিন বিকালে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থতা ও দির্ঘ্যজীবন কামনা, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের শারীরিক সুস্থতা ও দির্ঘ্য জীবন কামনা, জাতীয়পার্টির মানীয় চেয়ারম্যান জি এম কাদের এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানে করোনা মুক্ত সহ দেশের সকল মানুষকে মহামারী করোনা থেকে মুক্ত রাখার জন্য পরম করুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ ।