১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি জেলা আওয়ামী লীগের উদ্যােগে গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ।
২৫, আগস্ট, ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

২০০৪ সালে একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়ে ২৪ আগস্ট শাহাদাতবরণকারী তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মিণী আইভি রহমান সহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গৌরীপুর থেকে নির্বাচিত -সংসদ সদস্য এডভোকেট নাজিম উদ্দীন আহমেদ। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল , সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামিউল আলম লিটন, শ্রম বিষয়ক সম্পাদক এড. আবু বক্কর ছিদ্দিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম ভিপি রাসেল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাষানী, সদস্য এড. ইমদাদুল হক সেলিম, জেলা যুবলীগের যুগ্ম -আহবায়ক শওকত উসমান লিটন প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিনাত রেহেনা, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার,মীর সালমা,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, মহানগর ছাত্রলীগ নেতা নূরুল ইসলাম সুজন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ।