বীর মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপির শোক।
ঢাকা:শনিবার,
০৫ সেপ্টেম্বর, ২০২০
২১ ভাদ্র,১৪২৭
সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে আবু ওসমান চৌধুরী আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন আবু ওসমান চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর মেজর হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। অপারেশন সার্চলাইটের সংবাদ পেয়ে ২৬ শে মার্চ সকালে তিনি চুয়াডাঙ্গায় ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে সসৈন্যে যোগ দান করেন। এ বীর সেনানীর মৃত্যুতে জাতি হারালো প্রকৃত দেশ প্রেমিককে।তাঁর মত বীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
বার্তাপ্রেরক,
মো: মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।