
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
৯ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৪০ টি উচ্চ বিদ্যালয় এবং ২০ টি মাদ্রাসা সহ মোট ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় ও বালিয়াডাঙ্গী অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে এবং বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মত বিনিময় ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল , বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মমতা হেনা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহবুবর রহমান, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হলদীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হক, লাহিড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল হক, লাহিড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন। মতবিনিময় ও অনলাইন স্কুল উদ্বোধনের পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষক ও সুপারগণ।