১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে রোড এলাকার রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনাগুলো উচ্ছেদের অভিযান ।
১৪, সেপ্টেম্বর, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট। ১৪ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। রেলের নিয়িমিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রেল স্টেশনের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১ হাজার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও কাজ করেন। রেলওয়ে স্টেট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সকাল থেকে বিকেল পর্যন্ত স্কেবেটর মেশিন দিয়ে রেল স্টেশনের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা কাঁচা-পাকা বসরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এতে অসংখ্য পরিবার ভুমিহীন হয়ে পড়েন। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব ভয়েস সাংবাদিকদেরকে বলেন, ঠাকুরগাঁও রেল স্টেশনের দু’পাশে গড়ে ওঠা রেল লাইনের জায়গায় যে সব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। সে সব অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ করা হয়েছিল। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি ১৪ সেপ্টেম্বর সোমবার অভিযানের মাধ্যমে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।