শামীম খান:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ছুড়ালী গ্রামে গাভীর পেট থেকে দুই মাথা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে।
বুধবার (২১শে অক্টোবর) সকালে ওই গ্রামের মৃত শামছ উদ্দিনের
ছেলে সাদ্দাম হোসেনের বাড়িতে তার গাভীটি দু মাথা বিশিষ্ট বাছুর প্রসব করে।
এ খবর এলাকায় প্রচার হলে শত শত উৎসুক মানুষ দেখার জন্য ভিড় করতে থাকে। বর্তমানে বাছুরটি মুটামুটি সুস্থ আছে। গাভীর মালিক সাদ্দাম হোসেন জানান ববাছুর টি আজ সকাল ৬ ঘটায় জন্ম কিন্তু এখনো নিজের শারীরিক শক্তিতে উঠতে পারে না তাই তাকে তাকে হিটার দিয়ে দুধ খাওয়াচ্চি।