১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২২, অক্টোবর, ২০২০, ৫:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামিম খান গৌরীপুর ময়মনসিংহ

” উন্মুক্ত স্যানিটেশন মুক্ত করি করোনাভাইরাস মুক্ত দেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ, প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুখ আহাম্মেদ, সাংবাদিক আলী হায়দার রবিন প্রমুখ।
র‌্যালি শেষে ছাত্র-ছাত্রীদেরকে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয।