১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে রুহিয়া খাদ্য গুদামকে ১১০ শতক জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র সেন এমপি ।
২৬, নভেম্বর, ২০২০, ৭:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় ১১০ শতক জমি দান করলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।  বুধবার (২৫ নভেম্বর) তিনি রুহিয়া থানা এল,এস,ডি-তে প্যাডি সাইলো নির্মানের জন্য এ জমি দান করেন। রুহিয়া থানা আ’লীগৈর সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, দেশব্যাপী প্যাডি সাইলো নির্মাণের অংশ হিসেবে রুহিয়া এল,এস,ডিতে ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করেন তিনি। নির্মিতব্য প্যাডি সাইলোর কারনে এই অঞ্চলের কৃষক সমাজের মাঝে আনন্দের বন্যা বইছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।