শামীম খান, গৌরীপুর
করোনার ২য় ঢেউ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের ঘোষিত ‘কর্মসূচি নো মাস্ক, নো সার্ভিস’ গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংগঠনের অংশ গ্রহনে অনুষ্টিত র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এর পূর্বে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ পরিষদে সেবা নিতে আসা ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন ও যারা মাস্ক পড়ে পরিষদে এসেছেন তাদের রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানান। করোনা ভাইরাসের টিকা না আসা পর্যন্ত তিনি সকলকে মাস্ক ব্যবহার করতে আহবান জানান।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আব্দুল মান্নান, পিআইও সোহেল রানা পাপ্পু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, সমাজসেবা ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।