ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ অফিস: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যের ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ জেলা যুবলীগ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ।
অদ্য রবিবার ৬ নভেম্বর দুপুরে শহরের স্টেশন মোড় থেকে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে ।
এসময় জেলা যযুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাহাত খান তার বক্তব্যে বলেন যারা ভাস্কর্য অবমাননা করেছে সেইসব উগ্র জঙ্গিবাদ গোষ্ঠি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের প্রতিটি নেতা কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে সজাগ থাকতে হবে ।
বিক্ষোভ মিছিলে উপস্হিত ছিলেন লুৎফর রহমান যুবরাজ, শামীম খোকন, রবিন খান শিমুল, সাইফুল ইসলাম রাসেল, রাজু সরকার, মাসুদ, আসাদুজ্জামান সোহাগ সহ অন্যান্য নেতাকর্মী সহ প্রমুখ নেতৃবৃন্দ ।