১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে আগুনে পুড়ল গরুসহ বসতবাড়ি দরিদ্র শ্রমজীবী দিশেহারা।
১২, ডিসেম্বর, ২০২০, ৯:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

মোঃ আবুসাঈদ খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬ নং বোকাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা মোঃ রইছ উদ্দিন, পিতা মৃত আসন আলী ও মোঃ উজ্জল মিয়া, পিতা মৃত আলাল উদ্দিন এর বসতবাড়িতে ১২ ডিসেম্বর ২০২০ সময় রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় আগুন লাগে উজ্জল মিয়ার গোয়াল ঘর হইতে দুজনেই সর্বহারা।

জানাগেছে আগুনের সূত্রপাত গোহাল ঘরের ধোমা হইতে চড়িয়ে পড়ে বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার শুরুকরিলে এলাকায় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনাই । এতে ২টি বসতঘর ও একটি গোহাল ঘর পুড়ে ছাই রইছ উদ্দিন ও উজ্জল এর পরিবারবর্গ প্রাণে বেছে গেলেও বসতঘরে থাকা কোন জিনিসপত্রাদি রক্ষা করতে পাড়েনাই আগুনের তাপাথেকে এমনকি গোহাল ঘরে থাকা ৩টি গরু ও ১ টি ছাগলও এই ভয়াবহ অগ্রিকান্ডে পুড়েযায়। এব্যাপারে ইউনিয়ন পারিষদ এর চেয়ায়ম্যান মোঃ হাবিব উল্লাহ তথ্য প্রতিদিন কে জানান যে,উনারা খুবই গরীব শ্রেণীর লোক কিছু জমি বর্গা নিয়ে চাষাবাদ করে, শ্রম এবং মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আমি ইউপি চেয়ায়ম্যান হিসাবে নিজেও সাহায্য করবো এবং উপরের মহলের কাছে তাদের পক্ষ থেকে সাহায্যের জন্য আবেদন করিব। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবিষয়ে অবগত করেছি তিনি ঘটনাস্থল পরিদর্শণ করবে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের মেম্বরসহ এলাকার ব্যক্তিবর্গ প্রমুখ।