১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি পেল শিক্ষার্থীরা
৭, ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামিম খান গৌরীপুরঃ

ময়মনসিংহ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার মার্কেন্টাইল ব্যাংক ময়মনসিংহ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও চেক বিতরণ করা হয়। ।
বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ শাখার মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে বৃত্তির সনদ ও চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক ময়মনসিংহ শাখার প্রধান ব্যবস্থাপক সম্পদ কুমার চন্দ। তিনি বলেন মার্কেন্টাইল ব্যাংক সবসবময় মেধাবী শিক্ষাথর্ীদের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার সারাদেশে ৮৫৬ জন শিক্ষাথর্ী মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে ময়মনসিংহে ২৫ শিক্ষাথর্ীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিসের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও জয়দেব চন্দ্র বণিক।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষাথর্ীদের অভিভাবক , মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।