১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর নির্বাচনে গৌরীপুর পৌরবাসীর জয় হয়েছে ৬নং ওয়ার্ডে পৌর মেয়র
১২, মার্চ, ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

 

৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভা নির্বাচনে গৌরীপুর পৌরবাসীর জয় হয়েছে বলে মন্তব্য করেছেন

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র (টানা তৃতীয়বার) সৈয়দ রফিকুল ইসলাম।

শুক্রবার বিকালে গৌরীপুর পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লায় ৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এই মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রফিকুল ইসলাম বলেন আমাকে নির্বাচনে পরাজিত করতে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে সব ধরণের আয়োজন সম্পন্ন করেছিল। আমাকে মিথ্যা মামলায় আসামি করার পাশাপাশি বাড়িঘর পুড়িয়েছিল। নির্বাচনী প্রচারণায় বাঁধা দিয়ে কর্মীদের মারধর হুমকি দিয়েছিল। প্রতিপক্ষের অন্যায় অত্যাচারের কারণে আমি নিজেও ঘর থেকে বের হয়ে ভোটারদের কাছে যেতে পারিনি। কিন্ত পৌরবাসী সকল ষড়যন্ত্রে জবাব ভোটের মাধ্যমে দিয়ে আমাকে জয়ী করেছে। তাই আমি মনে করি এই নির্বাচনে আমার নয়, পৌরবাসীর জয় হয়েছে।

পৌর শহরের উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করে সৈয়দ রফিকুল ইসলাম বলেন এই নির্বাচনে ইতিহাস গড়ে পৌরবাসী আমাকে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত করেছে। পৌরবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই পৌরবাসীর সেবা করতে গিয়ে আমি সর্বোচ্চ ঝুঁকি নিতে প্রস্তত। এসময় গৌরীপুরকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে
সকলের পরামর্শ ও সহযোগিতা চান নবনির্বাচিত মেয়র।

নাগরিক সংবর্ধনায় পৌর মেয়র ছাড়াও পৌর পরিষদের সংবর্ধিত কাউন্সিলরা হলেন- আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, মোঃ নূরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান, মোঃ নাজিম উদ্দিন, সাদেকুর রহমান, আরিফুল ইসলাম ভুইয়্যা এনাম, দিলুয়ারা দিলু, রোজিনা আক্তার মিতু, সালেহা আক্তার।

৬ নং ওয়ার্ডের প্রবীণ ব্যক্তি সেকিম আলীর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাবেক সদস্য আতাউর রহমান মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, যুবলীগ নেতা মেহেদী হাসান মিথুন, প্রদীপ বাগচি, ছাত্রলীগ নেতা রাফসান জানি অভি প্রমুখ।