মারুফ হোসেন কমলঃ
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও কেক কাটার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে
পরাণগঞ্জে ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদ
জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে ২০ মার্চ শনিবার বিকেল ৫ টায় ময়মনসিংহে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদ পরাণগঞ্জে
কেক কেটে তার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা
বলেন, ‘এ দেশে সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর ছিলো না। উনার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে তাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। তবুও দেশের মানুষের কল্যাণে অত্যাচার তাকে দমাতে পারে নাই। পরে তিনি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে বিশালাকৃতির কেক কাটেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের উপদেষ্টা
গোলাম কবির রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক
ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদ মোঃ আলী হোসেন, যুগ্ম আহবায়ক ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদ বাবুল হোসেন, সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের সদস্য সচীব ফরিদ হোসেন।
সঞ্চালনা করেন মোঃ বাবুল হোসেন সরকার।
আযোজনে ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদ সদর উপজেলা শাখা।প্রমুখ নেতৃবৃন্দ