১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক কর্মশালা
২৪, মার্চ, ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরে ২৪ মার্চ ( বুধবার) সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকতা জিএম সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেসকাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার, যুব উদ্যোক্তা বদরুদ্দোজা রামিম, ইয়াসমিন আক্তার প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, যুব সংগঠক ও সাংবাদিক ওবায়দুর রহমান প্রমূখ। প্রশিনে ২৫ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন।###