১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
৩১, মার্চ, ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীমখান,গৌরীপুরঃ

কোভিড-১৯ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার। দিন দিন বাড়ছে আক্রান্তে হার। ইতোমধ্যে ঘরের বাইরে সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) গৌরীপু উপজেলার হারুন পার্ক মোড়ে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পথচারীদের মাস্ক ব্যবহার না করায় জরিমানা করেন।
এসময় বিভিন্ন পেশার মানুষকে দেখা যায় দায়সারাভাবে মাস্ক ব্যবহার করতে। কারো পকেটে, কারো থুতনির নিচে ঝুলছে মাস্ক। এসময় তাদেরকেও জরিমানা ও সর্তক করা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অর্ধশতাধিক পথচারীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।